জাতীয়তাবাদী যুবদল নেতা গোলাপগঞ্জ উপজেলার শাখার দক্ষিণ নগর গ্রামের আব্দুল নুর ভোট দিতে গেলে ছাত্রলীগের একদল নেতাকর্মী তাকে জেরা করতে শুরু করে। একপর্যায়ে ছাত্রলীগের নেতাকর্মীরা তার উপর হামলা করে তুলে নিয়ে যায়।ভোটের দিন বিকেল ৪টার দিকে আনুমানিক ২ শতাধিক ছাত্রলীগ-যুবলীগের নেতাকর্মী লাঠিসোটা ও ধারালো অস্ত্রসহ তার বাড়িতে হামলা করে। হামলাকারীরা তার আব্দুল নুরের বসতঘরে হামলা চালিয়ে আসবাবপত্র ভাঙচুর ও লুটপাট করে।
এক পর্যায়ে গ্রামবাসী হামলাকারীদের প্রতিরোধে এগিয়ে এলে তাদের ওপরও হামলা চালানো হয়। তুলে নিয়ে যাওয়ার পর থেকে একন পর্যন্ত কোন সন্ধান মিলেনি আব্দুল নুরের। হত্যা না গুম পরিবার এখনো সংখ্যার মধ্যে দিন যাপন রয়েছেন। এ ব্যাপারে গোলাপগঞ্জ থানায় একটি মামলা প্রক্রীয়াধীন রয়েছে। গোলাপগঞ্জ থানার এ.এস.আই. জানান, “ মামলাটি তদন্তধীন রয়েছে বলে আসামীদের নামের তালিকা গোপন রাখা হয়েছে”। আব্দুল নুরের ছোট ভাই জানান, ঘটনার রাতে সে ঢাকা দক্ষিন বাজরের কামারপট্টি গলি পাড় হচ্ছিল। এ সময় লাঠী সোটা, কাঠের বাটাম ও লোহার রড ধারী একদল যুবক তাকে ঘিরে ধরে এবং এলোপাথারী আঘাত করতে থাকে।
এতে তার মাথার ডান পাশে ও শরীরের বিভিন্ন অংশে গুরুতর জখম হয়। প্রায় আধা ঘন্টা পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে হামালাকারীদের নিবৃত্ত করে। আহত আব্দুল নুরের ভাই কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমার বড় ভাই বিকেল থেকে কোন সন্ধান পাচ্ছিনা তাই স্থানীয় আওয়ামীলীগ নেতার কাছে ভাইয়ের কোন খবর পাননি তাই নালিশ করতে গিয়ে আমার উপর হামলা হয়।
উল্টো পুলিশ তাদের গ্রেপ্তার করেছে। হামলার শিকার আব্দুল নুরের ছোট ভাই আহত অবস্থায় গোলাপগঞ্জ উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছিলো। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ছাত্রলীগ-যুবলীগের নেতাকর্মীর অতর্কিত হামলায় যুবদল নেতা আব্দুল নুরকে তুলে নিয়ে যাওয়ার পর থেকে এখন পর্যন্ত নিখোঁজ। বাড়ির নারী-পুরুষ আতঙ্কে এখনো আতঙ্ক কাটেনি।
বাড়ি ঘরে হামলা চালানো হয়। হামলার সময় আইনশৃংখলা বাহিনীর কাছে সহায়তা চাইলেও কেউ এগিয়ে আসেনি। গুমের শিকার পরিববারগুলো পুলিশ ও র্যাবের সহায়তা চাইলে তারা এগিয়ে আসেনি। পরে পুলিশ ঘটনাস্থলে এসে উল্টো হামলার শিকার পরিবার ও গ্রামের নিরীহ লোকজনকে আটক করে। ঘটনার ছয় মাস অতিবাহিত হওয়ার পর আব্দুল নুরের এখনো কোন সন্ধান পাওয়া যায়নি। আব্দুল নুরের পরিবার এখনো পথ অপেক্ষায় কবে বাড়ি ফিরবেন। শঙ্কা ও উৎকন্ঠায় দিন যাপন হচ্ছে পরিবারের।
প্রতিনিধি