Home » ভয়াবহ কালোরাত্রি

ভয়াবহ কালোরাত্রি

কবিতা

ইয়াসমিন আক্তার মণি।।
…………………………………………
ভয়াবহ কালোরাত্রি ছাব্বিসে মার্চ
জন পথ কাঁপছে ভয়ে থরে থরে,

পাকিস্তানীর ভয়ংঙ্ককর আকস্মিৎ আক্রমনে
গর্জে ওঠে বাংলার দামাল ছেলেরা।

৭ই মার্চের ঐতিহাসিক বঙ্গবন্ধুর ভাষণ
পূর্ব বাংলার মানুষের প্রাণে ছিলো গাঁথা,

বিজয় নিশান আনবে ছিনিয়ে প্রাণে বিনিময়ে
নিরাস্ত্র বাঙালী কাঁধে কাঁধ মিলিয়ে।

কত মায়ের বুক খালি করে ওরা
খোকা ফিরবে মায়ের মনে আশা,

মায়ের বীর সন্তান নিরাস্ত্র হাতে
বিজয় কে আনবে ছিনিয়ে শপদ নিলো।

পৃথিবীর মাঝে মাথা উঁচু করে দাঁড়াবে
লাল সবুজের নিশান এঁকে দেবে।

শত্রু হাতে দিয়েছে প্রাণ মাথা নত করেনি
বাংলার মাটি করেছে মুক্ত বিজয় নিশান উড়িয়ে,

লক্ষ মা-বোন হয়েছে বীরঙ্গনা
ত্রিশ লক্ষ শহীদের প্রাণের বিনিময়ে,

এক সাগর রক্তে এনেছে স্বাধীনতা
জন্মভুমির শত্রু বিনাশ করে।

এ প্রজন্ম জানেনা স্বাধীনতার
সঠিক ইতিহাস,

ইতিহাস বিকৃত হচ্ছে এ প্রজন্ম জানতে চায়
স্বাধীনতার সঠিক ইতিহাস।।
…………………………………………………………………………

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *