সিলেট :: সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ধর্মীয় অনুভূতিতে আঘাত ও আপত্তিকর মন্তব্য করায় সিলেট বিভাগের প্রাইমারী শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক বরাবরে প্রাইমারী স্কুলের একজন শিক্ষক একটি অভিযোগ দায়ের করেছেন। ৩০ জানুয়ারি সুনামগঞ্জ ছাতকের মানিকপুর গোদাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (চ: দা:) বাবু লাল শর্মা এ অভিযোগ করেন।
অভিযোগে বলা হয়, ২৬ জানুয়ারি বাবু লাল শর্মার পিতা অতুল রঞ্জন শর্মা আকস্মিক পরলোক গমন করেন। সকলের অবগতির জন্য তাঁর সহকর্মী ছাতকের লক্ষ্মীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল হক সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোষ্ট দেন। পোষ্টটিতে আমি ও আমার পরিবারের সদস্যদের অনেকেই সমবেদনা জানান ও আমার পিতার আত্মার শান্তি কামনায় জন্য আশির্বাদ করেন।
কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় বাগবাড়ী মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ইমাদ উদ্দিন মানিক একটি মন্তব্যে আমাদের সনাতন ধমীয় অনুভূতিতে চরম আঘাত করেন। যার ফলে আমি ও আমার পরিবার মনে চরম আঘাত প্রাপ্ত হয় এবং সামাজিক মান-মর্যাদা ক্ষুন্ন হয়। শিক্ষকের এহেন মন্তব্যে আমার পরিবার অত্যন্ত মর্মাহত।
ইমাদ উদ্দিন মানিক এরকম মন্তব্য তিনি প্রথম করেননি। ইতোপুর্বে একজন সহকারী শিক্ষককে আপত্তিকর মন্তব্য করায় তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ ঘটনার কারণে তার দীর্ঘ মেয়াদে সাসপেনশন ও বাৎসরিক ইনক্রিমেন্ট কর্তনের মধ্য দিয়ে চাকরীতে পুন:বহাল হয়।
বিষয়টিকে ধামাচাপা দেওয়ার জন্য বাগবাড়ী মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ইমাদ উদ্দিন মানিকের এই পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে বহুভাবে প্রচারিত হওয়ায় এ বিষয়টি সামাজিক শৃঙ্খলা ভঙ্গের পর্যায়ে চলে যাচ্ছে। এমন কি প্রয়োজনে পেশি শক্তি প্রয়োগের হুমকিও দিচ্ছেন বলে অভিযোগ প্রকাশ পেয়েছে।
পিতৃ বিয়োগের শোক কাটিয়ে উঠার পূর্বেই মৃত পিতাকে নিয়ে শিক্ষকের এমন আচরনে তিনি ও তার পরিবার অনেকটাই বাকরুদ্ধ। তিনি শিক্ষকের এমন আপত্তিকর মন্তব্যের সুষ্টু তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের উর্ধ্বতন মহলের দৃষ্টি আকর্ষণ করেছেন।
নির্বাহী সম্পাদক