Home » শাহপরাণ (রহ.) থানা পুলিশ ও কমিউনিটি পুলিশিং-এর আলোচনা সভা ও র‌্যালী

শাহপরাণ (রহ.) থানা পুলিশ ও কমিউনিটি পুলিশিং-এর আলোচনা সভা ও র‌্যালী

পুলিশ সেবা সপ্তাহ ২০১৯ উদ্যাপন উপলক্ষে শাহপরাণ (রহ.) থানা পুলিশ ও কমিউনিটি পুলিশের উদ্যোগে মঙ্গলবার বেলা ৩টায় খাদিমপাড়াস্থ সূচনা কমিউনিটি সেন্টারে আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার গোলাম কিবরিয়া। সভায় সভাপতিত্ব করেন শাহপরাণ (রহ.) থানা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার পরিতোষ ঘোষ, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মো. সোহেল রেজা পিপিএম, অতি. উপ-পুলিশ কমিশনার (প্রশাসন ও অপারেশন) দক্ষিণ বিভাগ মুহম্মদ আবদুল ওয়াহাব, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক বিভাগ) নিকুলিন চাকমা, সিলেট সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ, সাবেক টুলটিকর ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান মানিক, সিলেট জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক সুজাত আলী রফিক, জেলা শ্রমিক লীগ সভাপতি এজাজুল হক এজাজ, খাদিমপাড়া ইউনিয়ন চেয়ারম্যান এড. আফছর আহমদ, টুলটিকর ইউনিয়ন চেয়ারম্যান এস.এম আলী হোসেন, খাদিমপাড়া কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম দুলু, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম।

এছাড়া সভায় শাহপরাণ (রহ.) থানা ও এলাকার কমিউনিটি পুলিশিং-এর সদস্যসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 

প্রধান অতিথির বক্তব্যে পুলিশ কমিশনার বলেন- পুলিশ জনগনের বন্ধু, জনগনের দোরগোড়ায় সেবা পৌছে দিতে পুলিশ কাজ করে যাচ্ছে। মানুষের জানমালের নিরাপত্তা দিতে পুলিশ দিন রাত কাজ করে যাচ্ছে। দুর্নীতি ও মাদকের ছোবল থেকে জাতিকে রক্ষা করতে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানান। তিনি বলেন জনগনের সহযোগিতার মাধ্যমে দুর্নীতি ও মাদক থেকে জাতিকে রক্ষা করা সম্ভব।

পুলিশ সেবা সপ্তাহ ২০১৯ মূল প্রতিপাদ্য ‘পুলিশকে সহায়তা করুন, পুলিশের সেবা গ্রহণ করুন’। এই প্রতিবাদ্যকে সামনে রেখে শাহপরাণ (রহ.) থানা পুলিশ ও কমিউনিটি পুলিশিং এর উদ্যোগে উক্ত আলোচনা সভা ও র‌্যালী অনুষ্ঠিত হয়

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *