Home » ফিলিপাইনে গির্জায় জোড়া বোমা হামলায় নিহত ২১

ফিলিপাইনে গির্জায় জোড়া বোমা হামলায় নিহত ২১

ফিলিপাইনের একটি দ্বীপে অবস্থিত গির্জায় জোড়া বোমা হামলায় নিহত বেড়ে ২১ জনে দাঁড়িয়েছে। নিহতদের মধ্যে সামরিক ও বেসামরিক লোকজন রয়েছেন। এতে আহত হয়েছেন আরও অর্ধশত। রোববার দক্ষিণ ফিলিপাইনের সুলু প্রদেশে এ বোমা হামলার ঘটনা ঘটে। ধারণা করা হচ্ছে জঙ্গিগোষ্ঠী আবু সায়াফ এ হামলা করেছে। খবর রয়টার্সের।
সুলুর সামরিক মুখপাত্র অ্যাডগার্ড অ্যারেভালো ডিজেডএমএম নামে এক রেডিওকে বলেন, নিহতদের মধ্যে পাঁচজন সেনাসদস্য ও ১২ জন বেসারিক লোক রয়েছেন। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওই মুখপাত্র আরও জানান, প্রথম বিস্ফোরণটি ঘটে যখন গির্জার লোকেরা জোলো ক্যাথেড্রালের ভেতরে অবস্থান করছিল। এরপরই গাড়ি পার্কিংয়ের জায়গায় দ্বিতীয় বিস্ফোরণটি সংঘটিত হয়।
ওই বিস্ফোরণ কে ঘটাতে পারে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ওই অঞ্চলে আবু সায়াফ নামে একটি জঙ্গি সংগঠন খুবই শক্তিশালী।তারা এটা করতে পারে।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *