Home » আম্বরখানায় দোকান গুড়িয়ে দেওয়ার পর মেয়রের আল্টিমেটাম

আম্বরখানায় দোকান গুড়িয়ে দেওয়ার পর মেয়রের আল্টিমেটাম

শুক্রবার গভীর রাতের পর শনিবার দিন, এরপর আবারও রাতে নগরীর ফুটপাত দখলমুক্ত করতে অভিযান চালিয়েছেন সিলেটের মেয়র। শনিবার রাত ১০টার দিকে তিনি অভিযান শুরু করেন নগরীর আম্বরখানা এলাকায়। এসময় স্থানীয় চায়না মার্কেটের বর্ধিতাংশের ফুটপাত দখল করে নির্মিত মুদি দোকানটি গুড়িয়ে দেওয়া হয়। এছাড়া, এই এলাকার ফুটপাতের দোকান মালিকদের দু’য়েকদিনের মধ্যে সরে যাওয়ার আল্টিমেটাম ও দিয়েছেন মেয়র। অভিযানে সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসনিক কর্মকর্তা আব্দুল হানিফসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মেয়ার জানিয়েছেন, সিলেটের ফুটপাত মুক্ত করতে অভিযান অব্যাহত থাকবে। উল্লেখ্য, এর আগে শুক্রবার গভীর রাতে তিনি নগরীর কোর্ট পয়েন্ট থেকে জিন্দাবাজার হয়ে চৌহাট্টা, চৌহাট্টা থেকে রিকাবীবাজার, সুরমা পয়েন্ট, তালতলা পর্যন্ত সড়কের দুই পাশের ফুটপাত দখল করে রাখা অর্ধশতাধিক ভ্যানগাড়ি ও বিপুল পরিমাণ আসবাবপত্র জব্দ করা হয়। শনিবার দুপুর দুইটার দিকে নগরীর কোর্ট পয়েন্ট থেকে জিন্দাবাজার হয়ে চৌহাট্টা, চৌহাট্টা থেকে রিকাবীবাজার, সুরমা পয়েন্ট, তালতলা পর্যন্ত সড়কের দুই পাশের ফুটপাত দখল করে রাখা ভ্যানগাড়ি ও আসবাবপত্র জব্দ করা হয়েছে।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *