Home » নিউজিল্যান্ডের মাটিতে উড়ছেন কোহলিরা

নিউজিল্যান্ডের মাটিতে উড়ছেন কোহলিরা

অস্ট্রেলিয়া বধের সুখস্মৃতি নিয়ে নিউজিল্যান্ড সফরে যায় ভারত। সেখানেও জয়ের ধারা বজায় রেখেছেন বিরাট কোহলিরা। প্রথম দুটি একদিনের ম্যাচে ব্যাটিং-বোলিং কোনো বিভাগে পাত্তাই পায়নি স্বাগতিকরা।প্রথম ওয়ানডেতে আট উইকেটে বিশাল জয়ের পর আজ শনিবার দ্বিতীয় ওয়ানডেতে ৯০ রানে জয় পায় টেন্ডুলকারের উত্তরসূরীরা। পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে ২-০ এগিয়ে আছে ভারত। সামনের ম্যাচ জিতলেই এক ম্যাচ হাতে রেখে সিরিজ নিশ্চিত করে ফেলবেন কোহলিরা।বিশ্বকাপের কিছুদিন আগে ভিনদেশের মাটিতে কোহলিদের এমন দুর্দান্ত সাফল্য অবশ্যই বড় স্বপ্নই দেখাবে ভারতীয়দের। অস্ট্রেলিয়ার মাটিতে ইতিহাস সৃষ্টির পর নিউজিল্যান্ডেও দুর্দান্ত ভারতীয় ক্রিকেট দল। কোহলি-রোহিতদের পাশাপাশি সাবেক অধিনায়ক ধোনিকেও দেখা যাচ্ছে চেনা ফর্মে। এটাও অধিনায়ক কোহলির জন্য এক বাড়তি পাওয়া।বে ওভালে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন অধিনায়ক কোহলি। ধাওয়ান-রোহিতের উড়ন্ত সূচনায় ভারতকে বড় রানের পথ দেখায়। দুজনের ওপেনিং জুটিতে আসে ১৫৪ রান। মাত্র ১৩ রানের জন্য সেঞ্চুরি বঞ্চিত হন রোহিত শর্মা। ধাওয়ানের ব্যাট থেকে আসে ৬৬ রান। দুজন দুর্দান্ত শুরু করেছিলেন, আর শেষটা আরও দুর্দান্ত করেছেন ধোনি-যাদব।মাত্র ৩৩ বলে ৪৮ রান আসে ধোনির ব্যাট থেকে। কেদার যাদব করেন ১০ বলে ২২ রান। মাঝে কোহলি-রাইডু খেলেন ৪৩ ও ৪৭ রানের ইনিংস। আজ একমাত্র কেদার যাদব ছাড়া যারাই ব্যাটিংয়ে নেমেছেন সকলেই ৪০ রানের বেশি করেছেন। শেষ পর্যন্ত ৫০ ওভারে ৩২৪ রানের পাহাড় গড়ে ভারত।জবাবে ব্যাটিং করতে নেমে নিয়মিত বিরতিতেই উইকেট হারাতে থাকে কিউইরা। ১০০ রানের ভিতর চার উইকেট হারিয়ে বিপাকে পড়েন উইলিয়ামসনরা। কিউইদের প্রথম ছয় ব্যাটসম্যান দুই অঙ্কের দেখা পেলেও বড় রানের ইনিংস খেলতে পারেননি কেউই। এজন্য হার নিয়েই ছাড়তে হয় মাঠ। সর্বোচ্চ ৫৭ রান আসে ডগ ব্রেসওয়েলের ব্যাট থেকে। চার উইকেট শিকার করে নিউজিল্যান্ডকে ধসিয়ে দেন চায়নাম্যান বোলার কুলদীপ যাদব। দুটি করে উইকেট নেন ভুবেনেশ্বর কুমার ও যুজবেন্দ্র চাহাল।আগামী ২৮ তারিখ একই মাঠে কিউইদের বিপক্ষে তৃতীয় ওয়ানডে খেলতে নামবে ভারত। কোহলিরা নিশ্চয়ই আগেভাগে সিরিজ জিতে নির্ভার থাকতে চাইবেন। অন্যদিকে নিউজিল্যান্ডের জন্য সিরিজে হার এড়াতে এটা শেষ সুযোগ।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *