চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিলেট ৫৮ রানে হারিয়েছে খুলনাকে। টস জিতে ব্যাটিংয়ে নেমে সিলেট নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে করে ১৯৫ রান। কঠিন এই লক্ষ্যে খেলতে নেমে খুলনা ১৮.১ ওভারে গুটিয়ে যায় ১৩৭ রানে। এই হারে শেষ চারে খেলার আশা শেষ হয়ে গেছে খুলনার। ১০ ম্যাচ শেষে দুই জয়ে তাদের পয়েন্ট ৪। বিপরীতে ১০ খেলায় ৮ পয়েন্ট নিয়ে তালিকার পাঁচে উঠে গেছে সিলেট। ১৯৬ রানের লক্ষ্যে খুলনা ভালো শুরু পেলেও সেটা ধরে রাখতে পারেনি। দুই ওপেনার ব্রেন্ডন টেলর ও জুনায়েদ সিদ্দিকী ২.৩ ওভারে যোগ করেন ২৭ রান। ২০ রান করে জুনায়েদের আউটে খুলনা হারায় প্রথম উইকেট। ওয়ান ডাউনে নামা আল-আমিনকে নিয়ে টেলর বাড়িয়ে নেন দলের রান। কিন্তু ১৬ রান করে আল-আমিন আউট হওয়ার পরই বড় ধাক্কা! নাজমুল হোসেন শান্ত (৩) এসেই ফিরে যান প্যাভিলিয়নে। আর জেসন রয়ের দুর্দান্ত ক্যাচে টেলর ফেরেন ৩৪ রান করে। লং অনে এই ইংলিশ ক্রিকেটার এক হাতে নিয়েছেন দেখার মতো এক ক্যাচ। এরপর অধিনায়ক মাহমুদউল্লাহ ১১ রান করে ফিরে গেলে জয়ের আশা শেষ হয়ে যায় খুলনার। আরিফুল হকের ২৪ রান হারের ব্যাবধান কমিয়েছে যা। বল হাতে দারুণ দিন পার করেছেন নাবিল সামাদ। ৪ ওভারে সিলেটের এই স্পিনারের শিকার ৩ উইকেট। ২টি উইকেট পেয়েছেন তাসকিন আহমেদ।
বার্তা বিভাগ প্রধান