শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী তাইফুর রহমান প্র্রতীকের আকস্মিত মৃত্যুতে তার রুহের মাগফেরাত কামনা করে এক মিলাদ ও দোয়া মাহফিল আয়োজন করতে যাচ্ছে বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি (জিইবি) বিভাগ।
বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেন বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. শামসুল হক প্রধান।
তিনি আরও জানান, শুক্রবার বাদ জুম্মা শাবিপ্রবি কেন্দ্রীয় জামে মসজিদে এর আয়োজন করা হবে। বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীকে এতে অংশ গ্রহণের জন্য বিশেষভাবে আহ্বান জানান তিনি।
বার্তা বিভাগ প্রধান