জর্ডানের বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহ সোমবার ইরাকের প্রেসিডেন্ট বারহাম সালেহ’র সঙ্গে সাক্ষাত করেছেন। সরকারি টেলিভিশনের খবরে এ কথা বলা হয়।গত এক দশকেরও বেশি সময়ের মধ্যে ইরাকে এটি তার প্রথম সফর।
ইরাকে ২০০৩ সালে মার্কিন নেতৃত্বাধীন হামলায় সাদ্দাম হোসেনের পতনের পর এই আরব নেতাই ২০০৮ সালে প্রথম বাগদাদ সফর করেন। এদিকে নভেম্বরে সালেহ জর্ডান সফর করেন। ইরাক ও জর্ডানের মধ্যে ১৭৯ কিলোমিটার অভিন্ন সীমান্ত রয়েছে। এছাড়া জর্ডান ইরাকের অপরিশোধিত তেলের বৃহৎ আমদানীকারক দেশ।
উভয়দেশ ২০১৩ সালে জর্ডানের আকাবা বন্দর থেকে ইরাকের তেলসমৃদ্ধ বশরা পর্যন্ত ১৭ কিলোমিটার পাইপলাইন নির্মাণের পরিকল্পনা করে। কিন্তু আইএস ইরাকের এক তৃতীয়াংশ দখল করে নেয়ায় এ পরিকল্পনা ভেস্তে যায়। গত বছর জর্ডান নতুন করে এ পরিকল্পনা বাস্তবায়নে কাজ শুরু করে। তবে এ জন্যে কোন সময়সীমা ঘোষণা করেনি।
বার্তা বিভাগ প্রধান