পররাষ্ট্রমন্ত্রী হয়ে প্রথমবার সিলেটে এসেছেন ড. এ কে আব্দুল মোমেন এমপি। আজ ১৫ জানুয়ারি মঙ্গলবার দুপুরে দু’দিনের সফরে সিলেটে আসেন তিনি। সিলেটে পৌঁছেই তিনি হযরত শাহজালাল (রহ.) মাজার জিয়ারত করেন। পরে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পস্তবক অর্পন করার কথা। এরপর হযরত শাহপরাণ (রহ:) মাজার জিয়ারতের উদ্দেশ্যে যাত্রা শুরু করবেন, মাজার জিয়ারত শেষে রায়নগর পারিবারিক কবর জিয়ারত করেন পররাষ্ট্রমন্ত্রী মোমেন। এরপর সিলেটস্থ নিজ বাসভবন হাফিজ কমপ্লেক্সে যান, বিকালে সিলেট বিভাগীয় স্টেডিয়াম বিপিএল খেলার উদ্বোধন ও হাফিজ কমপ্লেক্সে জেলা ও মহানগর আ.লীগের সাথে মতবিনিময় সভা করেন।

বার্তা বিভাগ প্রধান