Home » অরুণোদয় যুব সংঘের অভিষেক ও গীতা, বস্ত্রদান অনুষ্ঠিত

অরুণোদয় যুব সংঘের অভিষেক ও গীতা, বস্ত্রদান অনুষ্ঠিত

বৃহত্তর সিলেটের গোলাপগঞ্জে শ্রী চৈতন্য মহাপ্রভূর দাদার বাড়ির নিকটস্থ ঘোষগাঁও অরুণোদয় যুব সংঘের অভিষেক অনুষ্ঠান সহ শ্রীমদ্ভগবতগীতা ও বস্ত্রদান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সংগঠনের সভাপতি অনিমেষ দাস মান্না সভাপতিত্ত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক প্রতিষ্ঠাতা শান্ত দাস এর পরিচাললায় শ্রী শ্রী শ্রীমদ্ভগবতগীতা পাঠ করেন শ্রীযুক্ত সিদ্ধ মাধব দাস, স্বাগত বক্তব্য রাখেন সংগটনের আইন বিষয়ক সম্পাদক এড. সুদিপ দাস । অতিথি হিসাবে উপস্তিত ছিলেন শ্রীযুক্ত গৌতম কুমার এদবর,ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক,বিএমজেপি, শ্রীযুক্ত হরিপদ দেব, সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ আওয়ামীলীগ, গোলাপগঞ্জ উপজেলা, শ্রীযুক্ত অপরেশ দাস অপু, সাংগঠনিক সম্পাদক, বিএমজেপি, ডঃবিজিত চন্দ্র দাস, বিশিষ্ট শিক্ষা অনুরাগী ও সমাজসেবী, শ্রীযুক্ত জয়জিৎ আচার্য জয়, জজ কোর্ট সিলেট,   বিপ্র দাস বিশু বিক্রম, যুব সংগঠক পদকপ্রাপ্ত, প্রতিষ্ঠাতা সভাপতি, জাগো হিন্দু, সিলেট।  এছাড়া সংগঠনের ৫১ সদস্য সবার উপষ্থিতির মাধ্যমে স্থানীয় সংগঠন প্রেমী জনতার মাঝে শাড়ী ও শ্রীমদ্ভগবতগীতা আদারী ও জপমালা দান করা হয় । সংস্কৃতি সৃষ্টিতে  অরুণোদয় যুব সংগ প্রত্যক দেশ প্রেমে শপথ নেন, আগামির সোনার বাংলা তৈরিতে আন্তরিক।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *