Home » হাওর বাঁচাও সুনামগঞ্জ বাঁচাও আন্দোলন

হাওর বাঁচাও সুনামগঞ্জ বাঁচাও আন্দোলন

‘হাওর বাঁচাও সুনামগঞ্জ বাঁচাও আন্দোলন’ দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা কমিটির উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

অপ্রয়োজনীয় বাঁধ নির্মাণের প্রক্রিয়া বন্ধ করার দাবিতে শনিবার সাড়ে ১০টায় উপজেলার শান্তিগঞ্জ বাজারের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা কমিটির সভাপতি জালাল উদ্দিন (সাবেক চেয়ারম্যান দরগাপাশা) সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ ওবায়দুল হক মিলনের সঞ্চালনায় বক্তব্য রাখেন- সিনিয়র সহ- সভাপতি রাধিকা রঞ্জন তালুকদার, সহ সভাপতি ও প্রেস ক্লাবের সভাপতি জমিরুল ইসলাম মমতাজ, সাংবাদিক নুরুল হক, সহ সাধারণ সম্পাদক জিয়াউর রহমান, বাঁধ বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম, প্রভাষক এনামুল কবির, উপজেলা নারী উন্নয়ন ফোরামের কুহিনুর বেগম, ছায়ারুন নেছা, মজিফুল বেগম প্রমুখ।

এ সময় মানববন্ধনে উপস্থিত ছিলেন- পূর্ব পাগলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রফিক খান, সংগঠনের সাংগঠনিক সম্পাদক সাংবাদিক আবু সাইদ, অনলাইন লাইন বিষয়ক সম্পাক রুহুল আমীন, মৎস বিষয়ক সম্পাদক ফখর উদ্দিন, নিবার্হী সদস্য কামাল হোসেন, পশ্চিম পাগলা ইউনিয়ন কমিটির সদস্য আসিফ ইকবাল, দরগাপাশা ইউনিয়নের সৈয়দ আসাদ, কামরুজ্জামান, সাংবাদিক শফিকুল ইসলাম, আব্দুল ইসলাম, পাথারিয়া ইউপির সাবেক নারী সদস্য খাইরুন নেছা, রুসিয়া বেগম, বর্তমান সদস্যা মজিফুল বেগম, ছালমনা বেগম, সংগঠনের পাথারিয়া ইউনিয়নের নির্বাহী সদস্য মাহবুব আলম, দরগাপাশা আমরিয়া স্কুলের সভাপতি বেলায়েত হোসেন ছফুল, আওয়ামী লীগ নেতা আব্দুছ সালাম, ছাদেক হোসেন, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মোশাররফ হোসেন প্রমুখ।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *