রাঙ্গাবালী(পটুয়াখালী)প্রতিনিধিঃ পটুয়াখালী-৪ আসনের নবনির্বাচিত সাংসদ সদস্য মহিব্বুর রহমান মহিবকে মন্ত্রী করার দাবীতে মানববন্ধন করেছে স্থানীয় আওয়ামীলীগের নেত্ববৃন্দ ও সাধারন জনতা।
পটুয়াখালী জেলাধীন রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
রোববার বিকেল ৫ টায় চরমোন্তাজ স্লুইজ বাজারে ইউনিয়ন আওয়ামীলীগ ও সহ-যোগী অঙ্গ সংগঠনের যৌথ উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
প্রধান মন্ত্রীর গৃহীত এই উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে মহিব্বুর রহমান মহিব(এমপি) কে মন্ত্রী হিসেবে দেখতে চান এলাকাবাসী।
মানববন্ধনে বক্তারা বলেন, এমপি মহিববুর রহমান ছাত্র রাজনীতি থেকে তৃণমূল পর্যায়ে দীর্ঘদিন যাবত এ এলাকার মানুষের সাথে থেকে কাজ করেছেন। তাকে মন্ত্রীত্ব দেয়া হলে কুয়াকাটা ও পায়রা সমুদ্রবন্দরকে ঘিরে প্রধানমন্ত্রী যে অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার ঘোষণা দিয়েছেন তা বাস্তবায়নে মহিব্বুর রহমানকে মন্ত্রী পরিষদে স্থান করে দেওয়া সময়ের দাবি।
স্থানীয় ছাত্রলীগ নেতা সুমন হাওলাদার বলেন, মহিবুর রহমানকে মন্ত্রী করা হলে পটুয়াখালী-৪(কলাপাড়া-রাঙ্গাবালী) এই দূর্গম আসনটির সাধারন মানুষের ভাগ্যেররচাকা ঘুরবে।