Home » অরুণোদয় যুব সংগের অভিষেক রবিবার

অরুণোদয় যুব সংগের অভিষেক রবিবার

 

বৃহত্তর সিলেটের গোলাপগঞ্জে শ্রী চৈতন্য মহাপ্রভূর দাদার বাড়ির নিকটস্থ ঘোষগাঁও শ্রী শ্রী রাধা গোপীনাথ সেবক সংঘ কতৃক আয়োজিত রাধা গোবিন্দের নাম ও লীলা সংকীর্তন এবং অরুণোদয় যুব সংগের অভিষেক অনুষ্ঠান সহ শ্রীমদ্ভগবতগীতা ও বস্ত্রদান ৬ জানুয়ারী ২০১৯ রবিবার সন্ধ্যা ৬ ঘটিকায় অনুষ্ঠিত হইবে। উক্ত অনুষ্ঠানে সনাতন কৃষ্টি ও বিশ্ব শান্তি মঙ্গল কামনায় আপনারা সবাই স্ববান্ধবে উপস্থিত হয়ে অনুষ্ঠানকে সুন্দর এবং সাফল্য মন্ডিত করবেন। 

ভক্ত পদরজ প্রার্থী , শান্ত দাস, প্রতিষ্টাতা ও সাধারণ সম্পাদক,অরূণোদয় যুব সংঘ ঘোষগাঁও, গোলাপগঞ্জ, সিলেট।

 

 

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *