জকিগঞ্জ প্রতিনিধি :: জকিগঞ্জের খলছড়া ইউনিয়নের দুবড়িরপাড় শ্রীমন গৌরাঙ্গ মহাপ্রভুর আখড়ায় বৃহস্পতিবার রাতে দুধর্ষ চুরি সংঘঠিত হয়েছে। মন্দিরের তালা ভেঙ্গে চুরেরা মুর্তির গলার স্বর্ণালংকার ও সেবায়েতের ঘরের মূল্যবান জিনিসপত্র নিয়ে গেছে।
পূজা উদযাপন পরিষদ জকিগঞ্জের সভাপতি সঞ্জয় চন্দ্র নাথ ও ইউপি চেয়ারম্যান কবির আহমদ জানান, মুর্তির গলার ৬টি নেকলেস, ৩টি স্বর্ণের বাঁশি, ক্যামেরা, নগদ টাকাসহ প্রায় ৫ লক্ষাধিক টাকার মালামাল লুটে নিয়ে গেছে চুরেরা।
খবর পেয়ে জকিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বিজন কুমার সিংহ, অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায়, ওসি হাবিবুর রহমান হাওলাদার, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি বিভাকর দেশমূখ্য, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ জকিগঞ্জের সভাপতি সঞ্জয় চন্দ্র নাথসহ নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
জকিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায় জানান, মালামাল উদ্ধারে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে।