Home » চলে গেলেন অভিনেতা কাদের খান

চলে গেলেন অভিনেতা কাদের খান

কমেডি দৃশ্যে ৩০০-এর বেশি চলচ্চিত্রে হাজির হওয়া এই তারকা আর বেঁচে নেই। আজ (১ জানুয়ারি) সকালে কানাডাতে তিনি মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮১ বছর। তার প্রস্থানের বিষয়টি ভারতীয় সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন ছেলে সরফরাজ খান। ইন্ডিয়ান এক্সপ্রেসকে সরফরাজ খান বলেন, ‌‘বাবা গত কয়েক মাস ধরেই অসুস্থ। আর গত কয়েকদিন ধরে হাসপাতালে ছিলেন তিনি। আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করেও বাবাকে বাঁচাতে পারলাম না। সন্তান হিসেবে বাবার যে ভালোবাসা পেয়েছি, তা অকল্পনীয়। তিনি আশেপাশের সবাইকে ভালোবাসতেন।’ কাদের খান কানাডার একটি হাসপাতালে মারা যান। শ্বাসকষ্টসহ বেশ কিছু সমস্যায় তিনি ভুগছিলেন। এই অভিনেতা ৩০০টি ছবিতে অভিনয়ের পাশাপাশি ২৫০টি চলচ্চিত্রের সংলাপ লিখেছেন। ভারতীয় হিন্দি সিনেমার সংলাপ পরিবর্তনে তার বড় ভূমিকা আছে। কাদের খান ৪৫ বছরের চলচ্চিত্র ক্যারিয়ারের বেশিরভাগ জনপ্রিয় কাজ তিনি করেছেন পরিচালক ডেভিড ধাওয়ান ও নায়ক গোবিন্দের সঙ্গে। এর মধ্যে আছে- হিরো নম্বর ১, কুলি নম্বর ১, স্বাজন ছালে শ্বাশুরাল, ধুহে রাজা’র মতো চলচ্চিত্র।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *