বাংলাদেশ আনজুমানে আল-ইসলাহ ওসমানীনগর উপজেলা শাখার সমাজ কল্যাণ সম্পাদক ও খাদিমপুর কাঁঠাল খাইড় হাফিজিয়া দাখিল মাদ্রাসার সুপার জনাব মাওঃ এনামুল হকের পিতা আব্দুল মছব্বির সাহেবের জানাযা গতকাল রাত ৮ঘটিকায় তাহার নিজ বাড়ীতে অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, গতকাল দুপুর ১২.৫০ মিনিটে সিলেট আইডিয়াল হসপিটালে বার্ধক্য জনিত কারনে চিকিৎসাধিন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
জানাযার পূ্র্ব মূহুর্তে বিশেষ মোনাজাত পরিচালনা করেন শামছুল উলামা আল্লামা ফুলতলী সাহেব ক্বিবলাহ (রহ:) এর সুযোগ্য উত্তরসূরী হযরত মাও: নজমুদ্দিন চৌধুরী ফুলতলী। জানাযায় সিলেট-২ আসনের বর্তমান এম.পি জনাব ইয়াহইয়া চৌধুরী এহিয়া, আনজুমানে আল-ইসলাহ ওসমানীনগর উপজেলা শাখার সাধারন সম্পাদক-মাওঃ আব্দুল মতিন গজনবী, আল-ইসলাহ দুবাই শাখার সভাপতি- ক্বারী দেলওয়ার হুসাইন, সাধারন সম্পাদক-শেখ দ্বিয়াউল হক রেজা,লতিফিয়া হিফযুল কোরঅান একাডেমি ওসমানীনগরের প্রিন্সিপাল মাও: এম.এ.রব, তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সহ সাধারন সম্পাদক- মাওঃ হুমায়ুনুর রহমান লেখন, কেন্দ্রীয় নির্বাহী সদস্য- মাওঃ সুলতান আহমদ, খাদিমপুর কাঁঠাল খাইড় হাফিজিয়া দাখিল মাদ্রাসার পরিচালনা কমিটির সভাপতি-হাজী শফিকুর রহমান সাহেব ও কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক ব্যক্তিবর্গ এবং শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীরা জানাযায় অংশ নেন। জানাযা শেষে উনাকে পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয়।