খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন। খ্রিষ্টধর্মের প্রবর্তক যিশুখ্রিষ্ট বেথেলহেমে জন্মগ্রহণ করেছিলেন এই দিনে। খ্রিষ্টধর্মাবলম্বীদের বিশ্বাস, সৃষ্টিকর্তার মহিমা প্রচার এবং মানবজাতিকে সত্য ও ন্যায়ের পথে পরিচালিত করার জন্য যিশু জন্ম নিয়েছিলেন। সারাবিশ্বের ক্যাথলিক ও প্রেসবিটারিয়ান দুই সম্প্রদায়ের লোকজন বড়দিন উৎসব পালন করেন।
বড়দিন উপলক্ষে সিলেটে রয়েছে নানা আয়োজন। বর্ণিল সাজে সাজানো হয়েছে নগরীর নয়াসড়কস্থ প্রেসবিটারিয়ান চার্চ। চার্চটিকে বিভিন্ন রংয়ের আলোকবাতিতে সাজানো হয়েছে।
মঙ্গলবার সকাল থেকে নয়াসড়ক ছাড়াও শহরের নানা প্রান্তে ক্রিসমাস ট্রি, বেলুন, আলো দিয়ে সাজিয়ে চলেছে এবং চলছে বড়দিন পালন। সঙ্গে রয়েছে নানা সুস্বাদু কেক খাওয়ার পালা। আজ বড়দিনে শীতের পরশ গায়ে মেখে খুশিতে মাতোয়ারা নয়াসড়কস্থ প্রেসবিটারিয়ান চার্চ। সবমিলিয়ে শীতের পরশ গায়ে মেখে আনন্দে মাতোয়ারা গোটা শহর। এই উৎসবের আমেজ আরও বাড়িয়েছে ছুটির দিন পেয়ে। একেবারে মন খুলে উৎসব উপভোগ করছে আমজনতা।
সিলেট চার্চ কমিটির সাধারণ সম্পাদক উইলসন গ্রে জানান, বড়দিন উপলক্ষে মঙ্গলবার ভোর ৫টায় হয়েছে কেরল গান, সকাল ১০টায় বিশেষ উপাসনার পর হবে কেক কাটা অনুষ্ঠান। দেশের শান্তি কামনায় উপাসনায় যোগ দেবেন সিলেট সিটি মেয়র আরিফুল হক চৌধুরী, মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান। এছাড়া প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত থাকবেন।
তিনি জানান, মঙ্গলবার বিকাল ৫টায় রয়েছে বড়দিনের বিশেষ সঙ্গীতানুষ্ঠান। বুধবার রয়েছে বাচ্চাদের খেলাধুলার প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ।
উইলসন গ্রে জানান, এসব কর্মসূচির আয়োজনে রয়েছে চার্চ কমিটি, যুব কমিটি, মহিলা সমিতি, সানডে স্কুল কমিটিসহ ধর্মীয় সংগঠনগুলো।
নির্বাহী সম্পাদক