Home » দক্ষিণ সুরমার রেলওয়ে কলোনিতে গণসংযোগ করেছেন সিলেট-১ নৌকা প্রার্থী মোমেন

দক্ষিণ সুরমার রেলওয়ে কলোনিতে গণসংযোগ করেছেন সিলেট-১ নৌকা প্রার্থী মোমেন

 

নিজস্ব প্রতিবেদক : সিলেটের দক্ষিণ সুরমার রেলওয়ে কলোনিতে গণসংযোগ করেছেন সিলেট-১ আসনে মহাজোট নৌকা মনোনীত প্রার্থী ড. এ কে আবদুল মোমেন। সোমবার দুপুরে তিনি রেলওয়ে কলোনির বাসিন্দাদের কাছে নৌকা প্রতীকে ভোট প্রার্থনা করেন।

এসময় ড. মোমেন বলেন, নৌকা হচ্ছে উন্নয়নের প্রতীক। নৌকা প্রতীক বিজয়ী করে আওয়ামী লীগকে ক্ষমতায় বসালে দেশের উন্নয়ন হয়, মানুষের উন্নয়ন হয়। তাই উন্নয়নের স্বার্থে ৩০ ডিসেম্বর সবাইকে নৌকা প্রতীকে ভোট দেয়ার আহ্বান জানান তিনি
এসময় তার সাথে ছিলেন- রেলওয়ে শ্রমিক লীগের সভাপতি আব্দুল মতিন ভূইয়া, সাধারণ সম্পাদক শহিদুল হক, ২৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেলিম আহমদ সেলিম,সিলেট মহানগর ছাত্রলীগে সাবেক সাংগঠনিক সম্পাদক আবু সিদ্দিক সুবেল রেলওয়ে শ্রমিক নেতা সজীব মালাকার, পরিতোষ ধর পাপ্পু, ইমাম উদ্দিন টিপু, রুহুল আমিন রুহেল, ২৫নং ওয়ার্ড যুবলীগ সাধারণ সম্পাদক খালেদ মাহমুদ লিটন, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ইমরান আহমদ চৌধুরী, জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা শিশির সরকার, মহানগর যুবলীগের সাবেক সহ-সভাপতি জিয়াউল হক জিয়া, মোস্তাক আহমদ চৌধুরী রাকিব, ২৬নং ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সভাপতি ফয়েজ আহমদ, সিলেট মহানগর ছাত্রলীগ নেতা শামীম আহমদ, পুলক চক্রবর্তী, মামুনুর রশীদ মামুন, পিন্টু পাল তালুকদার, সেলিম, মুক্তার, নজরুল আলম, সাহেদ আহমদ, রিদয় দাশ, প্রমুখ।

য়ে কলোনিতে গণসংযোগ করেছেন সিলেট-১ নৌকা প্রার্থী মোমেন

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *