রাঙ্গাবালী(পটুয়াখালী)প্রতিনিধিঃ
আসন্ন জাতীয় নির্বাচনে পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী মহিবুর রহমান মহিবকে ছাত্রলীগের দেয়া ফুলেল শুভেচ্ছা মালা চরমোন্তাজ ইউনিয়ন আওয়ামীলীগ সাধারন সম্পাদক ছিড়ে ফেলেছেন বলে অভিযোগ করেন স্থানীয় নেত্ববৃন্দ।
রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ ইউনিয়ন আওয়ামীলীগের সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে রবিবার নির্বাচনী জনসভায় যোগ দিতে গেলে এ ঘটনা ঘটে।
পটুয়াখালী-৪ আসনে বাংলাদেশ ছাত্রলীগ মনোনীত নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব অহিদ খান (রাজ) অভিযোগ করে বলেন, আমাদের নেতা (নৌকা’র প্রার্থী) চরমোন্তাজ ইউনিয়নে নির্বাচনী জনসভায় যোগ দিতে আসলে স্থানীয় ছাত্রলীগ শুভেচ্ছা মিছিল ও ফুলেল মালা দিয়ে বরণ করে নেয়, এসময় জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক, উপজেলা ছাত্রলীগের সভাপতি সহ স্থানীয় ও উপজেলার শহস্রধিক নেতা কর্মী উপস্থিত ছিল।
এমন সময় আতর্কিত ভাবে চরমোন্তাজ ইউনিয়ন আওয়ামীলীগ সাধারন সম্পাদক হানিফ মিয়া কি কারণে তাও জানি না, প্রার্থীর গলা থেকে ছাত্রলীগের দেয়া মালা টা ছিড়ে ফেলেন।
পটুয়াখালী জেলা ছাত্রলীগ সাধারন সম্পাদক বলেন, তার(হানিফ মিয়া) কাছ থেকে এমন ন্যক্কারজনক(অপমান জনক) আচারন সত্যিই দুঃখ জনক।আমরা এঘটনার তীব্রনিন্দা ও প্রতিবাদ জানাই।