বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া তার নিজের মনোনীত লোকদের মামলায় জেল খাটছেন বলে জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, ‘খালেদা জিয়ার বিরুদ্ধে আওয়ামী লীগ সরকার মামলা দেয়নি। দিয়েছে তারই মনোনীত লোকরা। দশ বছর ধরে সেই মামলা চলেছে। সেই মামলাতেই আজ সে কারাগারে। তারেক রহমান গ্রেনেড হামলা মামলা ও মানি লন্ডারিং মামলায় সাজাপ্রাপ্ত আসামি হয়ে লন্ডনে পালিয়ে রয়েছে। আল্লাহ যদি দিন দেয়, তাহলে ক্ষমতায় গেলে তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনা হবে।’ একাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য নৌকা মার্কার প্রচারণায় এসে শনিবার (২২ ডিসেম্বর) সিলেটের আলিয়া মাদ্রাসার মাঠে আয়োজিত জনসভায় এসব কথা বলেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় বিএনপি-জামায়াত জোটের সমালোচনা করে তিনি বলেন, ‘২০১৪ সালে বিএনপি-জামায়াত জোট মানুষকে পুড়িয়ে হত্যা করেছে। দেশের মধ্যে অরাজকতা সৃষ্টি করেছিল। কিন্তু এদেশের মানুষ তাদের কর্মকাণ্ড দেখে প্রত্যাখান করেছে।’
এদিকে ইনাম আহমেদ চৌধুরীর বিএনপি থেকে আওয়ামী লীগে যোগদান প্রসঙ্গে তিনি বলেন, ‘ইনাম চৌধুরী বিএনপি থেকে আওয়ামী লীগে যোগদান করেছেন। আমি তাকে স্বাগত জানিয়েছি। বিএনপি প্রমাণ করেছে, টাকা দিলেই নমিনেশন পাওয়া যায়। যে ব্যক্তি যত বেশি টাকা দেবে, তাকে নমিনেশন দেওয়া হয়। লন্ডনে বসে দলের নাটাই চালায় সাজাপ্রাপ্ত তারেক রহমান।’ প্রসঙ্গত, ইনাম চৌধুরী আওয়ামী লীগে যোগদানের আগে বিএনপির ভাইস চেয়ারম্যান ছিলেন। এসময় শেখ হাসিনা বলেন, ‘এ বছরের জানুয়ারি মাসে সিলেট থেকেই নির্বাচনি প্রচারণা শুরু করেছি। আবারও বিজয়ের মাসে আমি নৌকায় ভোট চাইতে আপনাদের মধ্যে হাজির হয়েছি।’ তিনি আরও বলেন, ‘আমরা দেশে গণতন্ত্র নিয়ে এসেছি। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশের সার্বিক উন্নয়ন হয়। বিশ্বের কাছে বিএনপি-জামায়াত জোট সরকার দুর্নীতি, জঙ্গিবাদ ও সন্ত্রাসের দেশ হিসেবে পরিচয় করিয়ে দিয়েছিল বাংলাদেশকে। আর আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর বাংলাদেশকে উন্নত দেশ হিসেবে পরিচয় করিয়ে দিয়েছে।