ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট ও ওয়ানডের পর বাংলাদেশের ক্রিকেটে টি-টোয়েন্টি সিরিজ জেতার মতো দুর্লভ অর্জনের হাতছানি ছিল বাংলাদেশের সামনে। দ্বিপাক্ষিক লড়াইয়ে আগে কখনও একই সঙ্গে তিন ফরম্যাটেই সিরিজ জেতা হয়নি তাদের। কিন্তু প্রথম টি-টোয়েন্টিতে হেরে ফিঁকে হওয়া সেই সম্ভাবনা আবার জেগে উঠেছে মিরপুরে ৩৬ রানের দাপুটে জয়ে। সাকিব আল হাসানও আত্মবিশ্বাসী। সিরিজ জয়ের ভালো সম্ভাবনা দেখছেন টি-টোয়েন্টি অধিনায়ক। কারণ ব্যাখ্যা করলেন তিনি, ‘সম্ভাবনা (সিরিজ জয়ের) তো আছেই। আমি দ্বিতীয় ম্যাচ শুরুর আগে বলেছি এই কন্ডিশনটা ওয়েস্ট ইন্ডিজের চেয়ে আমাদের জন্য বেশি অনুকূল হওয়া উচিত। আমরা এখানে সবসময় ম্যাচ খেলি, আমাদের প্রত্যেক খেলোয়াড় অসংখ্য ম্যাচ খেলেছে ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেটে। আমাদের জন্য এই মাঠ তো অনেক পরিচিত, তো আমাদের সম্ভাবনাই বেশি থাকবে। দেখা যাক কী হয়।’
সিরিজে ফেরার দিন দর্শকদের কাছে পেয়েছেন সাকিবরা। এবার ট্রফির লড়াইয়েও তাদের পাশে চান অধিনায়ক, ‘মিরপুরের হিসেবে সিলেট তেমন পরিচিত নয়, আমরা খুব কম ম্যাচ খেলেছি সেখানে। এছাড়া সমর্থনটা খুব গুরুত্বপূর্ণ মিরপুরে। দর্শকদের উচ্ছ্বাস অন্য রকম অনুভূতি তৈরি করে। আমার কাছে মনে হয় এটাও অনেক ইতিবাচক একটা দিক। আশা করি দর্শকদের এমন উচ্ছ্বাস নিয়ে আমরা পরবর্তী ম্যাচ খেলতে পারবো।’ অসুস্থতা নিয়ে দ্বিতীয় ম্যাচে খেলেছেন সাকিব, ব্যাটে-বলে ছিল ম্যাচসেরা পারফরম্যান্স। এখনও পুরোপুরি সুস্থ হননি। কাল কী হবে জানেন না তিনি। তবে খেলবেন এটা নিশ্চিত, ‘সবার ধারণা এটাই যে সাকিব মানেই খেলবে। না খেলার চিন্তা কেউ কি করে? যেহেতু এখন জ্বর নেই, ঠাণ্ডাটা যদি একটু কমে যায় আর পেটের সমস্যা ভালো হয়ে যায় তাহলে হয়তো ভালোভাবে খেলতে পারবো।’