Home » শনিবার সিলেট আসছেন প্রধানমন্ত্রী

শনিবার সিলেট আসছেন প্রধানমন্ত্রী

একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচনি প্রচারণার অংশ হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা শনিবার (২২ ডিসেম্বর) সিলেটে যাবেন। শনিবার সকালে সিলেটে গিয়ে হজরত শাহজালাল (রহ.), হজরত শাহপরাণ (রহ.) ও হজরত গাজী বোরহান উদ্দিন (রহ.)-এর মাজার জিয়ারত করবেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের দফতর সম্পাদক ড.আব্দুস সোবহান গোলাপ। সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার দুপুর আড়াইটায় সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে আওয়ামী লীগের নির্বাচনি জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জনসভায় বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা, সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতা এবং সিলেটের বিভিন্ন আসনে আওয়ামী লীগ ও মহাজোট মনোনীত প্রার্থীরা উপস্থিত থাকবেন।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *