সিলেট নগরীর ৪নং ওয়ার্ড মজুমদারীস্থ মজুমদারী যুব কল্যাণ পরিষদের উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে বিভিন্ন খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা ও পুরস্কার বিতরনের আয়োজন করা হয়।
রোববার (১৬ ডিসেম্বর) বিকেলে মজুমদারী যুব কল্যাণ পরিষদের মাঠে বিজয় দিবসের আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল মেয়র ও ৪নং ওয়ার্ড কাউন্সিলর রেজাউল হাসান কয়েছ লোদী। মজুমদারী যুব কল্যাণ পরিষদের উদ্যেগক্তা শামিম মজুমদারের পরিচালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ও বক্তব্য রাখেন আকরার বখত মজুমদার, বাবুল মজুমদার, ফারুক আলী, মাসুম আহমেদ, হাজী মোঃ আলমগীর হোসেন, তামাম আহমদ, রহিম উদ্দিন, রাসেল আহমদ, রিয়াজ আহমদ, মাহবুব আহমদ, ইমন আহমদ ও জুনেদ আহমদ প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্য কয়েছ লোদী বলেন, ১৯৭১ সালে যারা যুদ্ধ করেছিল তারা অনেকেই না ফেরার দেশে চলে গেছেন আমাদের ছেড়ে। আর কোন নতুন যোদ্ধা হবে না। কিন্তু এই দেশটাকে নতুন প্রজন্মকেই গড়ে তুলতে হবে। আগামী ১০ বছরের হয়তো আর কোন মুক্তিযোদ্ধা বেঁচে থাকবে না। তাই এই দেশের কষ্টার্জিত স্বাধীনতাকে রক্ষা করার জন্য সবার প্রতি বিনীত অনুরোধ জানান।
কয়েছ লোদী তরুন প্রজন্মকে বলেন, খেলাধুলা করলে শরীর মন ভালো থাকে, মাদক মুক্ত সুন্দর সমাজ গঠনে তিনি যুব সমাজের প্রতি তিনি নিয়মিত ক্রীড়া চর্চার করার আহ্বান জানান।
আলোচনা সভা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় অশংগ্রহকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করেন অতিথিবৃন্দ। এর আগে মজুমদারী যুব কল্যাণ পরিষদের আকরার বখত মজুমদার ও শামীম মজুমদারের সার্বিক তত্ত্বাবোধানে ক্লাবের মাঠে মহিলাদের বালিশ খেলা, শিশুদের চকলেট খেলা, হাড়ী ভাঙ্গা, দৌড় ও শিশুদের যেমন খুশি তেমন সাজো এবং ছেলেদের জন্য ফুটবল ও ক্রিকেট খেলার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
নির্বাহী সম্পাদক