Home » সেরা পাঁচে মুস্তাফিজ

সেরা পাঁচে মুস্তাফিজ

প্রথমবারের মত ওয়ানডে র‌্যাংকিংয়ের সেরা পাঁচে চলে আসলেন বাংলাদেশের কোনো বোলার। তিনি হলেন মুস্তাফিজুর রহমান। বাঁ হাতি এই পেসারের রেটিং পয়েন্ট ৬৯৫। ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই খবর জানিয়েছে।

সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে জয় পেয়েছে বাংলাদেশ। এই সিরিজে মুস্তাফিজুর রহমান পেয়েছেন পাঁচ উইকেট। এরই সুবাদে র‌্যাংকিংয়ে পাঁচ ধাপ উন্নতি হয় কাটার মাস্টারের। ৭৮৮ রেটিং পয়েন্ট নিয়ে সবার ওপরে আছেন ভারতীয় পেসার জাসপ্রিত বুমরাহ। এর পরের তিনজন হলেন যথাক্রমে আফগানিস্তানের রশিদ খান, ভারতের কুলদীপ যাদব ও দক্ষিণ আফ্রিকার ক্যাগিসো রাবাদা।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে উইকেট শিকারে যৌথভাবে শীর্ষে আছেন স্বাগতিক বাংলাদেশ দলের ডান হাতি অফ-স্পিনার মেহেদি হাসান মিরাজ ও দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। দুজনই পেয়েছেন ছয়টি করে উইকেট। মিরাজ ১৯ ধাপ এগিয়ে ২৮-এ চলে এসেছেন। আর মাশরাফি ১০ ধাপ এগিয়ে এসেছেন ২৩-এ। শীর্ষ ৩০-এ আর মাত্র একজন বাংলাদেশি বোলারই আছেন। তিনি হলেন ২৬-এ থাকা সাকিব আল হাসান।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *