মৌলভীবাজার সরকারি কলেজে ‘মানবতার দেয়াল’ স্থাপন করেছেন কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী জাকের আহমদ অপু। তিনি বঙ্গবন্ধু ছাত্র পরিষদের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক।
রবিবার দুপুরে কলেজের গেইটের দেয়ালে এই ‘মানবতার দেয়াল’ উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ ড. ফজলুল আলী।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- কলেজের উপাধ্যক্ষ সাইফুদ্দিন আহমদ, কলেজের শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক রিশিকেশ ধর, দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক বিষ্ণুপদ দেব, ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক জিয়াউর রহমান।
এছাড়াও কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এসময় জাকের আহমদ অপু বলেন, মানবতাই সর্বশেষ্ট ধর্ম। সমাজের অসহায় অবহেলিত মানুষের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব। এই দায়িত্ববোধ থেকে শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে মৌলভীবাজার সরকারি কলেজে মানবতার দেয়াল স্থাপনের উদ্যোগ নিয়েছি।
দেয়ালে রাখা কাপড় অসহায় শীতার্ত মানুষের কষ্ট লাগব করতে সাহায্য করবে। তিনি সবাইকে মানবতার সেবায় এগিয়ে আসার অনুরোধ জানান।
নির্বাহী সম্পাদক