Home » টঙ্গী থেকে ৫৫ বন্যপ্রাণী উদ্ধার

টঙ্গী থেকে ৫৫ বন্যপ্রাণী উদ্ধার

ডেস্ক রিপোর্ট : গাজীপুরের টঙ্গী বাজার থেকে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) ও বন বিভাগের বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের যৌথ অভিযানে ৫৫টি বন্যপ্রাণী উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (৪ ডিসেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে প্রাণীগুলো উদ্ধার করা হয়।র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলমের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।উদ্ধার হওয়া প্রাণিগুলোর মধ্যে একটি বানর, ১৯টি বালিহাস, ৫টি পেঁচা, ১৫টি শালিক, ৫টি ঘুঘু, একটি কালিম, ২টি কাঠবিড়াল ও ৭টি টিয়া রয়েছে। এসময় আল হাদি নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের পরিদর্শক অসীম মল্লিক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে আমরা যৌথভাবে অভিযান শুরু করি। অভিযানে টঙ্গিবাজার থেকে ৫৫টি বন্যপ্রাণী উদ্ধার করা হয়।তিনি জানান, পরে প্রাণীগুলোকে গাজীপুরের ন্যাশনাল পার্কে অবমুক্ত করা হয়।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *