Home » আব্দুল মতিন (ময়না) হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন

আব্দুল মতিন (ময়না) হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন

কানাইঘাট উপজেলা ভূমি অফিসের কর্মচারী আব্দুল মতিন (ময়না) হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।

মঙ্গলবার বিকেল আড়াইটার দিকে অফিসে কর্মরত থাকাবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি … রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৮ বছর।

জানা যায়, নিজ কর্মস্থলে কাজ করার সময় অফিস সহায়ক আব্দুল মতিন হঠাৎ করে মেঝেতে লুটিয়ে পড়েন। সাথে সাথে তাকে অফিসের লোকজন উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। হাসপাতালে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

আব্দুল মতিনের মৃত্যু সংবাদ তাৎক্ষনিক পাওয়ার পর উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া সুলতানা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লুসিকান্ত হাজং হাসপাতালে ছুটে যান। তারা শোকাহত পরিবারের সদস্যদের সান্তনা দেন।

আব্দুল মতিন উরফে ময়না মিয়া কানাইঘাট পৌরসভার নিজ চাউরা দক্ষিণ গ্রামের মৃত আখলু মিয়ার পুত্র।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *