সিলেট-১ আসনে বাসদ মনোনীত মই মার্কার সংসদ সদস্য পদপ্রার্থী প্রনব জ্যোতি পাল শনিবার দিনব্যাপী নানা শ্রেনী পেশার মানুষের সাথে কুশল বিনিময় করেন।
সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তারাপুর চা বাগান, হাজিপাড়া, পাঠানটুলা এলাকাায় কুশলবিনিময় শেষে রাত ৮টায় দলীয় কার্যালয়ে পেশাজীবিদের সাথে মতবিনিময় করেন।
বাসদ জেলা সমন্বয়ক আবু জাফরের সভাপতিত্বে মতবিনিময় প্রনব জ্যোতি পাল বলেন, গনতন্ত্র -ভোটাধিকার রক্ষা,শিক্ষা-সাস্হ্য ও ভাত কাপড়ের সংগ্রাম তথা ব্যবস্হা পাল্টানোর নীতিনিষ্ট সংগ্রামে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য সবার প্রতি আহ্বান জানান।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন অধ্যাপক ড. আবুল কাশেম, নাহিদ পারভেজ বাবু, এড. রনেণ সরকার রনি, ওমর ফারুক, সুমন আহমদ প্রমুখ।
নির্বাহী সম্পাদক