দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়ায় বাল্য বিয়ে বন্ধ করলেন ওসি রফিকুল হোসেন। (৩০ নভেম্বর) শুক্রবার সাতকানিয়া সদর ইউনিয়নের দুর্লভের পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ১৫ বছর বয়সী এক কিশোরীর সঙ্গে ওই এলাকার ফজল করিমের ছেলে শাহাব উদ্দিনের সাথে বিয়ের দিন ঠিক করা ছিল শুক্রবার। খবর পেয়ে ওই কিশোরীর বাড়িতে পুলিশ গিয়ে অভিভাবকদের বাল্য বিয়ের কুফল সম্পর্কে বুঝানো হয়। এতে মেয়ের বাবাও রাজি হন বাল্য বিয়ে না দেয়ার জন্য।
সাতকানিয়া থানার ওসি মো. রফিকুল হোসেন বলেন, খবর পেয়ে একটি বাল্য বিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে। মেয়ের অভিভাবক ও ছেলের পরিবারের সঙ্গে কথা বলে এ বিয়ে বন্ধ করা হয়েছে। মেয়ে প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত বিয়ে দিবেন না বলে মুচলেকা দিয়েছেন মেয়ের অভিভাবকরা। ওই কিশোরী ২০১৯ সালের এসএসসি পরীক্ষার্থী ছিলেন।
নির্বাহী সম্পাদক