Home » তরুণ লেখক ‘মৃণাল কান্তি দাস‘ এর কবিতা

তরুণ লেখক ‘মৃণাল কান্তি দাস‘ এর কবিতা

বঙ্গদেশের অঙ্গে অঙ্গে, চলছে রঙ্গনীতি…
সেদিন যিনি বাঁশ দিয়েছেন,
আজকে দেখান প্রীতি।

সেদিন যিনি নামপন্থী, আজকে তিনি বামের
সেদিন যিনি ধ্বজভঙ্গ,
আজকে তিনিই কামের!

কামের দেশে, দামের শেষে, চলছে বলদ বেচা
টের পায়নি কাকপক্ষী,
টের পায়নি পেঁচা।

কেউ যদি ভাই টের পেয়ে যাও,মুখে লাগাও তালা
বঙ্গদেশে রাজনীতি আজ
রসের রঙ্গশালা।

কীসের চেতন কীসের নীতি, লোক দেখানোর ছল
দলকে তারা তেমনি ছাড়েন
যেমনি ছাড়েন মল।

ভাবতে লাগে অবাক রে ভাই, ভাবতে লাগে গলদ
এরাই ছিলেন আইন প্রণেতা,
আজকে যারা বলদ।

বলদকথা বলবো কী আর, চিনবো তাকে কীসে ?
কে জানে কোন বলদ আছে
তোমায় আমায় মিশে !

#বলদকথা
মৃণাল কান্তি দাস এর ফেসবুক থেকে নেওয়া
২৮/১১/২০১৮ ইং

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *