আহলে সুন্নাত ওয়াল জামাআত মৌলভীবাজার এর উদ্যোগে ইসলামী ফ্রন্ট-যুবসেনা-ছাত্রসেনা মৌলভীবাজার জেলা শাখার সার্বিক সহযোগীতায় পবিত্র ঈদ এ মিলাদুন্নবী (স:) উদযাপন করা হয়েছে। বুধবার সকালে মৌলভীবাজার টাউন ঈদগাহ ময়দানে সংগঠনের সভাপতি পীর আলী নুরুল্লাহ শাহ্ এর সভাপতিত্বে বাংলাদেশ ইসলামী যুবসেনার কেন্দ্রীয় পরিষদের সহ-সাংগঠনিক সম্পাদক মৌলভীবাজার জেলা শাখার সভাপতি, এম. মুহিবুর রহমান মুহিব এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামাআত বাংলাদেশের নির্বাহী চেয়ারম্যান আল্লামা অধ্যক্ষ শেখ আব্দুর করিম সিরাজনগরী পীর ছাহেব কিব্লা।
বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামি ফ্রন্টের প্রেসিডিয়াম সদস্য বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব সিরাজুল ইসলাম চৌধুরী হারুন, কেন্দ্রীয় কৃষি ও শিল্প সম্পাদক আলহাজ্ব মাওঃ শাহজালাল আহমদ আখঞ্জী, কেন্দ্রীয় সদস্য অধ্যক্ষ মোল্লা শাহীদ আহমদ,ও ডেইলি সিলেট এন্ড দৈনিক মৌমাছিকন্ঠ মৌলভীবাজারের সম্পাদকমন্ডলীর সভাপতি বৃটেনের বিশিষ্ট কমিউনিটি লিডার ও সাংবাদিক মোহাম্মদ মকিস মনসুর।
এছাড়াও বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মৌলভীবাজার জেলা শাখার সভাপতি মাওঃ হারিছ আলকাদরী, সহ-সভাপতি অধ্যক্ষ মুফতি শেখ শিব্বির আহমদ, মাওঃ আব্দুল মুহিত হাসানী, সাধারণ সম্পাদক কাজী মোঃ কুতুব উদ্দিন, জেলা আহলে স্ন্নুাতের অর্থ সম্পাদক শেখ মোঃ ইলিয়াস, জেলা যুবসেনার সহ-সভাপতি শাহাব উদ্দিন আহমদ, শাহ্ মোঃ ফয়জুল মোস্তফা, জেলা ছাত্রসেনার সভাপতি এম.এ.এম রাসেল মোস্তফা, সাংগঠনিক সম্পাদক সাইফুর রহমান চৌধুরী, মাওঃ শেখ আরিফুল ইসলাম, মাওঃ আব্দুর রহিম রেজবী, মীর্জা সামস্ আল আবেদীন ভুট্টু, আলহাজ্ব শহীদুর রহমান, নুরুল ইসলাম মেম্বার, আব্দুল মুকিত হাসানী, আশরাফুল খাঁন রুহেল, দেলওয়ার হোসনে, আরিফুল ইসলাম, সুলতান আহমদ প্রমুখ।
পরিশেষে এক বিশাল জশনে জুলুস শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মিলাদ মাহফিল ও বিশেষ মুনাজাতের মাধ্যমে দেশ জাতির কল্যাণ কামনা করা হয়।
নির্বাহী সম্পাদক