সিলেট :: বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল করেছে সিলেট মহানগর ছাত্রলীগের একাংশ।
বুধবার (২১ নভেম্বর) দুপুরে জোহর নামাজের পর আখালীয়া নবাবী মসজিদে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। সিলেট মহানগর ছাত্রলীগ নেতা মো. তাওহীদুর রহমানের উদ্যোগে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন- সিলেট মহানগর ছাত্রলীগের সাবেক সদস্য আলী হুসেন আলম, ৯নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি তামজীদুর রহমান, সাধারণ সম্পাদক নাঈম আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক ইমুম হুসেন, ৮নং ওয়ার্ড ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সরওয়ার হুসেন নাদিম, কাকাইলছেও ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক ফরহাদ ইমরান, ছাত্রলীগ নেতা জাবেদ হাসান রিমন, ছায়েম আহমদ, ফাহিম চৌধুরী, সানজীদ, তুষার, মাহতীর, পাভেল প্রমুখ।
নির্বাহী সম্পাদক