সিলেট ::
রোটারি ক্লাব অব সিলেট সুরমার উদ্যোগে স্যানিটেশন বিতরন অনুষ্টিত হয়েছে। শনিবার বিকেল ৪টায় নগরীর ঘাসিটুলা এলাকার গরীব দুঃস্থদের মধ্যে স্যানিটেশন বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- পিডিজি ডা. মনজুরুল হক চৌধুরী এম.পি.এইচ. এফ রোটারিয়ান সহ ক্লাব নেতৃবৃন্দ।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ডেপুটি গর্ভনর মো. ফেরদৌস আলম রোটারিয়ান, মো. নুরুল হক সুহেল জোনাল কর্ডিনেটর রোটারিয়ান, মো. আসাদুজ্জামান সায়েম এ্যাস্টিটেন গর্ভনর রোটারিয়ান, পি পি এইচ এম ফয়সল আহম্মেদ পি এইচ এফ চেয়ারপার্সন সেইফ ড্রিংকিং ওয়াটার এন্ড সেনিটেশন পোগ্রাম ৩২৮২ রোটারিয়ান, ক্লাব প্রেসিডেন্ট মো শাসুল ইসলাম রোটারিয়ান, পি.পি ইঞ্জিনিয়ার এ এইচ আর রাব্বনী রোটারিয়ান, মো. আব্দুল কাইয়ুম, মো. আলমগীর হোসেন রোটারিয়ান।