নিউজ ডেস্কঃ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১ আসন থেকে রোববার জাতীয় পার্টির মনোনয়ন ফরম নেন অ্যাডভোকেট সালমা ইসলাম এমপি। তিনি দলের লাঙ্গল প্রতীক নিয়ে নির্বাচনে লড়বেন।
অার ঢাকা-১১ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন পেতে আবেদন জমা দিয়েছেন তার ছেলে শামীম ইসলাম, যিনি যমুনা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক।
সোমবার আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন তিনি এবং এদিনই জমা দেন। মনোনয়ন পেলে তিনি নৌকা প্রতীকে নির্বাচনে অংশ নেবেন।
এর আগে গতকাল রোববার দুপুরে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের কাছ থেকে মনোনয়ন ফরম গ্রহণ করেন অ্যাডভোকেট সালমা ইসলাম এমপি। ওই অনুষ্ঠানে এরশাদ বলেন, নির্বাচনী যাত্রা শুরু হলো। জয়ের মাধ্যমেই তা শেষ হবে। সবার সহযোগিতা চাই।
নির্বাহী সম্পাদক