নিউজ ডেস্ক: ফেঞ্চুগঞ্জের উত্তর কুশিয়ারা রক্তদান গ্রুপের উদ্দ্যোগে অনলাইন ভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন আলো ব্লাড এন্ড সোশ্যাল ফাউন্ডশন এর সার্বিক সহযোগীতায় উপজেলার কটালপুর বাজারে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও রক্তদানে উৎসাহিতকরণ ক্যাম্পেইন সম্পন্ন হয়েছে। ক্যাম্পেইনে স্কুল পড়ুয়া ছাত্র-ছাত্রী ব্যবসায়ী সহ সর্বস্থরের প্রায় ২১১ জনের রক্তের গ্রুপ বিনামূল্যে নিখুত ভাবে জানিয়ে দেওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন আলো ব্লাড এন্ড সোশ্যাল ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির সভপতি ও সহকারী প্রতিষ্টাতা মুহিবুর রহমান সুহান, সাংগঠনিক সম্পাদক ফজলুল করিম সুমন, অর্থ-সম্পাদক মোঃ উজ্জ্বল আহমেদ, ধর্ম বিষয়ক সম্পাদক হাবিবুন্নবী শাহেদ, আলো সিলেট জেলা শাখার যুগ্ম আহ্বায়ক মোঃ হুমায়ুন কবির ও আলো জগন্নাথপুর শাখার তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক হুসাইন আহমদ তাহের সহ কুশিয়ারা রক্তদান গ্রুপের সদস্য বৃন্দ।
নির্বাহী সম্পাদক