সিলেটের বালাগঞ্জ উপজেলার বোয়ালজুর ইউনিয়নে একটি বাড়িতে দুর্র্ধষ ডাকাতির ঘটনা ঘটেছে। শনিবার দিবাগত রাত তিনটার দিকে উপজেলার বোয়ালজুর ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের শাহজাহান মিয়ার(৩৫) বাড়িতে ডাকাতির এ ঘটনা ঘটে। এসময় ডাকাতদের আক্রমনে তিনি আহত হন।
ডাকাতেরা বারান্দার গ্রিল কেটে ঘরে প্রবেশ করে সবাইকে জিম্মি করে ঘরে থাকা নগদ ১ লাখ টাকা, প্রায় ১৫ ভরি সোনার গয়না ও মালামাল লুট করে নিয়ে যায়।
এতে বাড়ির মালিক শাহজাহান মিয়া ডাকাতদের ধারালো অস্ত্রের আঘাতে মারাত্মকভাবে আহত হলে তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পরিবারের সদস্যরা জানান, ১৫-২০ জন মুখোশ পরা সশস্ত্র ডাকাত তাঁদের অস্ত্রের মুখে বেঁধে গয়না, মুঠোফোনসহ প্রায় ২০ লাখ টাকার মালামাল লুট করে।
রোববার সকালে বালাগঞ্জ থানার অফিসার ইনচার্জ গাজী আতাউর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন, তিনি এক্ষেত্রে সর্বোচ্চ আইনি সাহায্য করবেন বলে আশ্বস্থ করেন।
নির্বাহী সম্পাদক