Home » জাফলংয়ে মাদক ব্যবসায়ীর দা’র কোপে ডিবি পুলিশ আহত, মদ ও ইয়াবা সহ আটক ২

জাফলংয়ে মাদক ব্যবসায়ীর দা’র কোপে ডিবি পুলিশ আহত, মদ ও ইয়াবা সহ আটক ২

অসিম দাস , জৈন্তাপুর প্রতিনিধি::

 সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে মাদক ব্যবসায়ীর দা’র কোপে জেলা বিশেষ শাখা (ডিবি) পুলিশের সহকারী পুলিশ পরিদর্শক আহত হয়েছে।

আহত পুলিশ সদস্যর নাম আব্দুল মান্নান। ৯ নভেম্বর শুক্রবার বিকেলে জাফলংয়ের বল্লাঘাট পিকনিক স্পট এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনায় জড়িত মাদক ব্যবসায়ীকে আটক করেছে ডিবি পুলিশ। আটক ব্যক্তি উপজেলার লাখেরপাড় গ্রামের মৃত হাসিম মিয়ার ছেলে সেলিম উরফে (তেরে নাম সেলিম)।

পুলিশ সূত্রে জানাযায়- ৯ নভেম্বর শুক্রবার বিকেলে এস আই আব্দুল মান্নানের নেতৃত্বে জেলা বিশেষ (গোয়েন্দা পুলিশ) এর একটি দল বল্লাঘাট পিকনিক স্পট এলাকায় যায়। সেখানে পর্যটকদের কাছে মদ বিক্রি করার সময় মাদক ব্যবসায়ী সেলিমকে হাতে নাতে ধরে ফেলেন এস আই আব্দুল মান্নান।

তখন এস আই মান্নানের সাথে ধস্তাাধস্তির এক পর্যায়ে তার হাতে কামড় দিয়ে দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে সেলিম। তাৎক্ষণিক পুলিশ সদস্যরা তার পিছু নিলে পাশের রান্না ঘরে থাকা বটি দা দিয়ে কুপিয়ে এস আই মান্নানকে গুরত্বর জখম করে মাদক ব্যবসায়ী সেলিম।
এ সময় ডিবি পুলিশের অপর সদস্যরা দৌড়ে এসে সেলিমকে আটক করেন। তার কাছ থেকে বিভিন্ন ব্র্যান্ডের ২০ বোতল ভারতীয় মদ উদ্ধার করে। একই সাথে গুরতর আহত এস আই মান্নানকে উদ্ধার করে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লে­ক্সে নিয়ে আসা হয়। অপরদিকে ডিবি পুলিশের পৃথক অভিযানে এস আই মিজানের নেতৃত্বে ৯ নভেম্বর শুক্রবার দুপুরে গোয়াইনঘাট উপজেলার ৪৮ বিজিবি’র সংগ্রাম সীমান্ত ফাঁড়ি এলাকায় অভিযান পরিচালনা করে ৫৯ পিছ ইয়াবা সহ ১মাদক ব্যবসায়ীকে আটক করে। আটক মাদক ব্যবসায়ী উপজেলার মোহাম্মদপুর গ্রামের ফখরুল মিয়ার ছেলে হালিম মিয়া (৩৮) ।
সিলেট জেলা বিশেষ শাখা (গোয়েন্দা পুলিশ) অফিসার ইনচার্জ সাইফুল আলম ঘটনার বিষয় নিশ্চিত করে বলেন- হামলাকারী মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে এবং মদ উদ্ধার করা হয়েছে। আহত পুলিশ সদস্যকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার বিরোদ্ধে মাদক আইনে মামলা সহ পুলিশ এসল্ট মামলা দায়ের করা হবে।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *