Home » হবিগঞ্জ-৩(সদর-লাখাই-শায়েস্তাগঞ্জ) থেকে আওয়ামী লীগের মনোনয়ন ফর্ম নিবেন সুশান্ত দাস গুপ্ত

হবিগঞ্জ-৩(সদর-লাখাই-শায়েস্তাগঞ্জ) থেকে আওয়ামী লীগের মনোনয়ন ফর্ম নিবেন সুশান্ত দাস গুপ্ত

হবিগঞ্জ-৩(সদর-লাখাই-শায়েস্তাগঞ্জ)  মাটি মানুষের প্রাণ তৃণমূল সমাজ সেবক। বেসামরিক প্রকৌশলী,  প্রকাশক,  ব্লগার, রাজনীতিক এবং গর্বিত বাংলাদেশের একজন কর্মী হিসেবে সাধারণ জনগনের সেবা করতে ইচ্ছুক। মাটি মানুষের প্রাণ , সোনার বাংলা তৈরিতে নিরলস প্রচেষ্টা দিয়ে কাজ করবেন প্রত্যাশা।

তিনি বাংলাদেশ আওয়ামী লীগ ত্রান ও সমাজকল্যাণবিষয়ক উপ-কমিটির সদস্য এবং সাধারণ সম্পাদক বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদ, যুক্তরাজ্য এর একনিষ্ট কর্মী।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *