সড়ক পরিবহন আইন সংশোধনের দাবিতে সিলেট সহ-সারাদেশে দ্বিতীয় দিনের মতো আজও চলছে পরিবহন শ্রমিকদের ডাকা ধর্মঘট।ধর্মঘটের কারণে দেশের বাস টার্মিনালগুলো থেকে (সোমবার ২৯ অক্টোবর) কোন বাস ছেড়ে যায়নি। এতে বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে বের হওয়া যাত্রীরা পড়েন চরম দুর্ভোগে। এরআগে, গতকালও পরিবহন ধর্মঘটে দুর্ভোগ পোহান সাধারণ মানুষ। দূরপাল্লার গাড়ি চলাচলের পাশাপাশি আসে পাশে কোনো চলতেছে না এবং বাধা দেয়া হয় ব্যক্তিগত গাড়ি চলাচলেও। নাজেহাল করা হয় ব্যক্তিগত গাড়ি চালকদের। চলতে দেয়নি স্কুল কলেজের বাসও। সড়ক পরিবহন আইনের কয়েকটি ধারা সংশোধনসহ ৮ দফা দাবিতে রোববার থেকে সারাদেশে ৪৮ ঘণ্টার পরিবহন ধর্মঘট ডাক দেয় পরিবহন শ্রমিকরা।
দ্বিতীয় দিনের মতো চলছে সিলেট সহ-সারাদেশে শ্রমিকদের ধর্মঘট
