অতি ভক্তি চোরের লক্ষণ। এই প্রবাদটি বহুল প্রচলিত। এবার এই নামে নির্মিত হয়েছে ঈদ ধারাবাহিক নাটক।
ঈদের দিন থেকে দশম দিন পর্যন্ত রাত সাড়ে ৯টায় এটিএন বাংলায় নাটকটি প্রচার হবে। আকাশ রঞ্জনের রচনা ও পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন এটিএম শামসুজ্জামান, সাজু খাদেম, মীশু সাব্বির, আমিরুল হক চৌধুরী, নাদিয়া আহমেদ, অর্ষা, নওশীন, সাঈদ বাবু, চিত্রলেখা গুহ, অলিউল হক রুমী, জামাল রাজা প্রমুখ।
অর্থবিত্তের পরে একজন মানুষ মন থেকে যেটা খুব করে চায় সেটা হচ্ছে ভক্তি, শ্রদ্ধা, সম্মান। এই ভক্তিকে উপজীব্য করে একশ্রেণীর লোক নিজেদের স্বার্থ হাসিল করার জন্য মরিয়া হয়ে ওঠে, শুরু করে দেয় অতি ভক্তি। এই অতি ভক্তিতে যারা তৃপ্ত হয়েছে তারাই ভবিষ্যতে নানামুখী বিপদের সম্মুখীন হয়েছেন। এমনই তাৎপর্যপূর্ণ ঘটনাপ্রবাহ নিয়ে অতিভক্তি চোরের লক্ষণ নাটকের কাহিনী আবর্তিত হবে।
নির্বাহী সম্পাদক