আবদুস সালাম, বিশ্বনাথ প্রতিনিধি: সিলেটের নবাগত জেলা প্রশাসক এম. কাজী এমদাদুল হক, মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় উপজেলা বিআরডিবি মিলনায়তনে এক মতবিনিময় সভায় মিলিত হন। সভায় সরকারি সকল দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক ও গণ্যমান্যব্যক্তিরা উপস্থিত ছিলেন। সভায় বক্তারা জেলা প্রশাসকের নিকট ভূয়া নাগরিক সনদধারীদের বিরুদ্ধে ব্যবস্থা, হেলেপড়া গাছগুলো কাটার ব্যবস্থা, মাদক নিয়ন্ত্রনে লামাকাজীতে পুলিশ ফাঁড়ি স্থাপন, উপজেলার ১৮টি সড়ক সংস্কার, বাল্যবিয়ে রোধ, ভূয়া ডাক্তার ও ড্রাগ লাইসেন্সবিহীন ফার্মেসীর বিরুদ্ধে অভিযান, সিগারেটের বিজ্ঞাপন বন্ধ, শিল্পকলা একাডেমীর কার্যক্রম শুরুসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
উপজেলা নির্বাহী অফিসার অমিতাভ পরাগ তালুকদারের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) ফাতেমা-তুজ-জোহরা, উপজেলা ভাইস চেয়ারম্যান বেগম স্বপ্না শাহিন, বিশ্বনাথ ডিগ্রি কলেজের অধ্যক্ষ সিরাজুল ইসলাম, উপজেলা প্রকৌশলী আনোয়ার হোসেন, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মুফতি একেএম মনোওর আলী, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছয়ফুল হক, দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমির আলী, মুক্তিযোদ্ধা কমান্ডার ওয়াহিদ আলী, হাজী মফিজ আলী বালিকা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ নেহারুন নেছা, বিশ্বনাথ মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কবির আহমদ প্রমূখ।
নির্বাহী সম্পাদক