Home » আমার লজ্জা লাগে নিজেকে রাজনীতিবিদ বলতে : শামীম ওসমান

আমার লজ্জা লাগে নিজেকে রাজনীতিবিদ বলতে : শামীম ওসমান

নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান বলেছেন, ছাত্র সমাজের উপর ভর করে বাংলাদেশ আগামীতে সামনের দিকে এগিয়ে যাবে । তোমরাই পারবে সবকিছু পরিবর্তন করতে। যা কিছুদিন আগে তোমরা করে দেখিয়েছ। তাই মাদক সন্ত্রাসদের হাত ভেঙ্গে দিতে ছাত্র সমাজই পারবে। তাই আমি শিক্ষার্থীদেরকে মাদক থেকে দূরে থাকার আহ্বান জানিয়ে বলছি, মাদক যে বিক্রি করে সে যতবড় প্রভাবশালী এবং যে রাজনৈতিক দলেরই হোকনা কেনো তাকে ছাড় দেয়া হবে না। তাকে আইনে আওতায় আনা হবে।

মঙ্গলবার সকালে সিদ্ধিরগঞ্জ সানারপাড়া রওশন আরা ডিগ্রি কলেজের নব নির্মিত চার তলা একাডেমিক ভবনের শুভ উদ্বোধন ও নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগের সভাপতি ও অত্র কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি মজিবুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রওশন আরা ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা মোসা: রওশন আরা বেগম, জাতিয় শ্রমিকলীক কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি আব্দুল মতিন মাষ্টার, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মো: ইয়াসিন মিয়া, জেলা কৃষকলীগের সভাপতি ও সদর উপজেলা ভাইস চেয়ারম্যান নাজিম উদ্দিন আহমেদ, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রকৌশলী আব্দুল মতিন প্রমূখ।’

সাংসদ শামীম ওসমান আরো বলেছেন, একটা রাষ্ট্রে একজন সাবেক প্রধানমন্ত্রী একজন বিরোধী দলীয় নেত্রীকে মারার জন্য বিশ বার হামলা করেছে, শেষে গ্রেনেড হামলা করা হয়। সেই দেশে আবার ওই দল রাজনীতিও করতে চায়, আমার লজ্জা লাগে। আমার লজ্জা লাগে নিজেকে রাজনীতিবিদ বলতে। জননেত্রী শেখ হাসিনা ৩১ বছর বয়সে দেশের হাল ধরেছেন। কি দিয়েছি আমরা তাকে? আমরা তার বাবাকে, মাকে, ভাইকেসহ সবাইকে মেরে ফেলেছি। কে ছিল ওনার বাবা? যে দেশ স্বাধীন করার জন্য সারা জীবন সংগ্রাম করেছেন। বছরের পর বছর জেলে থেকেছে। তাকে আমরা মেরে ফেলেছি। এই মহিলাটাকে মারার জন্য বিশ বার চেষ্টা করা হয়েছে। কে করেছে? খালেদা জিয়া এবং তার দল। ২১ শে আগষ্টের গ্রেনেড হামলা মামলার রায়ে তা প্রমাণ হয়েছে বিএনপি একটি সন্ত্রাসী দল।’

রওশন আরা ডিগ্রি কলেজের অধ্যক্ষ হারুনুর রশীদের সার্বিক তত্ত্বাবধানে ও ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক মো: মহসিনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন,আদমজী আঞ্চলিক শ্রমিকলীগ সভাপতি আব্দুস সামাদ বেপারী, থানা স্বেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক আমিনুল হক রাজু, শেখ মোরতোজা আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহিরুল হক, অভিভাবক সদস্য ফারুকুল ইসলাম ফারুক, তোফায়েল হোসেন ও থানা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি নাজমুল হক খোকাসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ প্রমূখ।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *