মাগুরা প্রতিনিধি : মাগুরার মহম্মদপুৃরে সোমবার গভীর রাতে মধুমতী নদীতে অভিযান চালিয়ে বিপুল পরিমান কারেন্ট জাল জব্দ করে উপজেলা প্রশাসন।
মঙ্গলবার সকালে মহম্মদপুর উপজেলা কার্যালয় চত্তরে জব্দকৃত কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। এতে প্রায় দুই লক্ষ টাকা মূল্যের ২০ হাজার মিটার কারেন্ট জাল ধ্বংস করা হয়। ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মধুমতি নদীতে ইলিশ মাছ ধরার অপরাধে এই কারেন্ট জাল আটকের পর ধ্বংস করা হয়।’
মহম্মদপুর উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াংকা পাল জানান, মা ইলিশ রক্ষায় ৭ অক্টোবর থেকে ২৮ অক্টোবর পর্যন্ত্য ইলিশ মাছ ধরা, আহরণ, পরিবহন, বিক্রয়, মজুদ ও বাজারজাত করণের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে সরকার। ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মধুমতি নদীতে ইলিশ মাছ ধরা ঠেকাতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নদীতে অভিযান অব্যাহত থাকবে।’