Home » রংপুর এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী সড়ক দুর্ঘটনায় নিহত

রংপুর এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী সড়ক দুর্ঘটনায় নিহত

রংপুর এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী আফজাল হোসেন (৫৯) সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।’

বৃহস্পতিবার সকালে দিনাজপুরের উদ্দেশ্যে যাওয়ার পথে চিরিরবন্দর উপজেলার উচিতপুর এলাকায় পৌছলে দুর্ঘটনাস্থলেই মারা যান তিনি। ঘটনার সত্যতা নিশ্চিত করে চিরিরবন্দর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারেছুল ইসলাম জানান, নিহত আফজাল হোসেন প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্সে অংশ নিতে সকালে রংপুর অফিসের জিপ গাড়ি নিয়ে দিনাজপুরের উদ্দেশ্যে রওনা দেন।’

সকাল ৯টার দিকে উচিতপুর এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাককে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগলে ঘটনাস্থলেই তিনি মারা যান। এসময় আহত জিপ গাড়ির চালককে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।’

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *