মহালয়া উদযাপন পরিষদ শ্রীহট্ট-১৪২৫ বাংলার ৪ দিনব্যাপী বার্ষিক উৎসবের উদ্বোধনী অনুষ্ঠিত হয়েছে।’
মঙ্গলবার (৯ অক্টোবর) সকাল ৮টায় সিলেট নগরীর মীরাবাজারস্থ শ্রীশ্রী বলরাম জিউর আখড়ায় পরিষদের সভাপতি বাংলাদেশ ব্যাংকের অবসরপ্রাপ্ত ডি.জি.এম. প্রণব কুমার দেবনাথের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন ও আশীর্বাণী প্রদানের মাধ্যমে উৎসবের উদ্বোধন ঘোষণা করেন সিলেট রামকৃষ্ণ মিশন আশ্রমের সম্পাদক শ্রীমৎ স্বামী চন্দ্রনাথানন্দজী মহারাজ।’
পরিষদের সহ-সভাপতি বিনয় ভূষণ তালুকদারের উপস্থাপনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পরিষদের সাধারণ সম্পাদক এ্যাপেক্সিয়ান জি.ডি. রুমু।’
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন শিক্ষাবিদ অধ্যাপক বিজিত কুমার দে, শিক্ষাবিদ বিরাজ মাধব চক্রবর্তী মানস, শিক্ষক জলধীর রঞ্জন চৌধুরী, সমাজসেবী জ্যোতির্ময় সিংহ মজুমদার চন্দন, শাবিপ্রবির প্রফেসর ড. হিমাদ্রী শেখর রায়, মুক্তিযোদ্ধা চিত্তরঞ্জন দেব, শ্রীমা সারদা সংঘের সম্পাদিকা বীথিকা দত্ত।’
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন অধ্যাপক অরুণ চন্দ্র পাল, অধ্যাপক কৃষ্ণপদ সূত্রধর, এ্যাপেক্সিয়ান চন্দন দাশ, শিক্ষয়িত্রী শীলা চৌধুরী, কবি বিনতা দেবী, ব্যবসায়ী নিধীর রঞ্জন সূত্রধর, রোটারিয়ান নিরঞ্জন চন্দ্র চন্দ, শিক্ষয়িত্রী শাশ্বতী ঘোষ সোমা, শিক্ষয়িত্রী জয়তী ঘোষ লোনা, ব্যাংকার জ্যোতি মোহন বিশ্বাস, ব্যাংকার অরুণ কুমার বিশ্বাস, শিক্ষক অনুকূল সূত্রধর, রাজীব দাশ রাজু, ব্যবসায়ী উত্তম ঘোষ, পুরোহিত অর্জুন চক্রবর্তী, মনোজ কান্তি ভট্টাচার্য মান্না, কবি তারেশ কান্তি তালুকদার, কবি বিমান তালুকদার, বিশ্ববিদ্যালয় কর্মকর্তা অসিত কুমার সূত্রধর, এডভোকেট এস.কে. পাল, শিক্ষক ভানু চন্দ্র পাল, শিক্ষক নিহার রঞ্জন রায়, ব্যাংকার জ্যোতির্ময় দাশ যীশু, মুক্তাশ্রী দেব, শংকরী ধর, লিটন দেব, রনি চন্দ্র শীল, সিদ্ধার্থ দে, বিপ্রজিত তালুকদার দীপ প্রমুখ।’
পরে সকাল সাড়ে ৮টায় শ্রীমা সারদা সংঘের সেবাব্রতী মায়েরা সমবেত চণ্ডীপাঠে অংশগ্রহণ করেন। সবশেষে প্রসাদ বিতরণের মাধ্যমে প্রথম দিনের অনুষ্ঠান সম্পন্ন হয়।’