জাতিসংঘ পদকপ্রাপ্ত বালাগঞ্জ থানার অফিসার ইন-চার্জ (ওসি) এসএম জালাল উদ্দিন আইন-শৃঙ্খলা রক্ষা ও মানবকল্যাণে বিশেষ অবদানের জন্য ‘মাদার তেরেসা স্বর্ণপদক ২০১৮’ লাভ করেছেন। বাংলাদেশ জাতীয় ব্যক্তিত্ব স্মৃতি পরিষদ কর্তৃক তাকে এ স্বর্ণপদক প্রদান করা হয়েছে।
এ উপলক্ষে গত রবিবার দুপুরে ‘বাংলাদেশ জাতীয় ব্যক্তিত্ব স্মৃতি পরিষদ’ (বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তন, গভ: রেজি. ১০৮৪৩)’র পক্ষ থেকে ‘স্বর্ণখচিত’ বিশেষ সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
সংগঠনের কর্মকর্তা প্রেমসাগর মিলন আনুষ্ঠানিকভাবে ওসি এসএম জালাল উদ্দিনের কাছে সম্মাননা ক্রেস্ট হস্তান্তর করেন। বালাগঞ্জ থানায় ক্রেস্ট হস্তান্তরকালে বালাগঞ্জ থানার অফিসারবৃন্দ, বালাগঞ্জ থানার আনসার ভিডিপি কর্মকর্তা নাজমা বেগম প্রমুখ উপস্থিত ছিলেন।
এসএম জালাল উদ্দিন ২০১৪ সালের মার্চ থেকে ২০১৫ সালের মার্চ মাস পর্যন্ত সুদানের দারফুরে জাতিসংঘ শান্তি মিশনে অংশগ্রহণ করেন। তিনি ২০১৭ সালের ১২ এপ্রিল থেকে বালাগঞ্জ থানায় অফিসার ইন-চার্জ (ওসি) হিসেবে দায়িত্ব পালন করছেন। ব্যক্তিগত জীবনে তিনি এসএম মুহাছিন লাবীব ও এসএম মুনিতুল নাবীল নামে দুই পুত্র সন্তানের জনক।
এ দিকে আইন-শৃঙ্খলা রক্ষা ও মানবকল্যাণে বিশেষ অবদানের জন্য ‘মাদার তেরেসা স্বর্ণপদক ২০১৮’ লাভের প্রতিক্রিয়া জানতে চাইলে বালাগঞ্জ থানার অফিসার ইন-চার্জ (ওসি) এসএম জালাল উদ্দিন এ বিষয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন।
তিনি বলেন, দেশের পুলিশ বাহিনীর একজন সদস্য হিসেবে আমি গর্বিত। আইন-শৃঙ্খলা রক্ষা ও মানবকল্যাণে এ স্বীকৃতি অর্জন আমাকে দেশ ও জাতির সেবায় আত্মনিয়োগের ক্ষেত্রে আরও প্রেরণা যোগাবে।
নির্বাহী সম্পাদক