বাংলাদেশ এখনও ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনারকে গ্রহণ করেনি। এমনকি পাকিস্তান বারবার তাগাদা দেয়া সত্ত্বেও।”
রোববার (৭ অক্টোবর) স্থানীয় গণমাধ্যম ডেইলি টাইমস’র বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে ‘পাকিস্তান টুডে।”
গণমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে, গত ফেব্রুয়ারি মাসে পাকিস্তান পদটিতে সাকলাইন সায়েদাহ’কে নিয়োগ দেয়ার কথা বাংলাদেশকে জানিয়ে এখনও কোনও সাড়া পায়নি।”
আরও বলা হয়েছে, বাংলাদেশ কর্তৃপক্ষকে পরবর্তীতে বেশ কয়েকবার বিষয়টি মনে করিয়ে দেয়া সত্ত্বেও কোনও সাড়া পায়নি পাকিস্তান। তাই শীর্ষস্থানীয় অনেকেই এটাকে সায়েদাহ’র নিয়োগ বাতিল করা হয়েছে বলে ধরে নিয়েছে।”
কূটনৈতিক সূত্রে জানা গেছে, চলতি বছরের ফেব্রুয়ারি মাসে বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার রাফিউজ্জামান সিদ্দীকির মেয়াদ শেষ হয়।”