নেপালকে হারিয়ে আসরের শিরোপা জিতে নিয়েছে বাংলাদেশ। ফাইনালে ১-০ গোলে জিতেছে ছোটন শীষ্যরা।
ফাইনালের মঞ্চে নেপালের বিপক্ষে শুরু থেকেই কিছুটা চাপের মুখে পড়ে বাংলাদেশ। চাংলিমিথাংয়ে আগ্রাসী ঢংয়ে খেলতে থাকে নেপাল।
এ ম্যাচে তাই আক্রমণ শানাতে বেশ বেগ পেতে হয় ছোটনের দলকে। উল্টো বেশ কয়েকবার বাংলাদেশের ডি-বক্সে আক্রমণ চালিয়েছে নেপালিরা। ”
যদিও খুব একটা সুবিধা করতে পারেনি তারা। ২২ মিনিটে সুযোগ পেয়েছিলো বাংলাদেশও। তবে, গোল আদায় করে নিতে পারেনি লাল সবুজের প্রতিনিধিরা। ৩৭ মিনিটে ফ্রি কিক থেকে আরো একটি দারুণ সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি ছোটনের দল। ”
অবশেষে ৪৯ মিনিটে মনিকার ফ্রি কিক থেকে বল পেয়ে তাতে মাথা ছুঁইয়ে গোল করেন মাসুরা পারভীন। লিড নেয় বাংলাদেশ। এরপর সমতা ফেরাতে একের পর এক চেষ্টা করেও, লাল সবুজের রক্ষণে চিড় ধরাতে পারেনি হিমালয় কন্যারা। আর কোন গোলের দেখা পায়নি বাংলাদেশও।”
ফলে ১-০ গোলের জয় নিয়ে প্রথম আসরের চ্যাম্পিয়ন হয়েই মাঠ ছেড়েছে বাংলার মেয়েরা।”